ক্রাইস্ট চার্চ স্কুলকে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
ক্রাইস্ট চার্চ স্কুলকে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উন্মত্ত জনতার হাতে কার্যত ধ্বংসস্তূপে পরিণত বিদ্যালয় সংস্কারের জন্য ১০লক্ষ টাকা অনুদান দেওয়ার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী৷ শুক্রবার তিনি অপ্রত্যাশিতভাবেই ঘোষণা করলেন, তৃণমূল কংগ্রেস সাংসদ মুকুল রায়ের এমপি কোটা থেকে এই অনুদান দেওয়া হবে৷ মহাকরণ সূত্রের খবর, শনিবার স্কুল কর্তৃপক্ষের হাতে এই অনুদানের টাকা তুলে দেবেন খোদ মুখ্যমন্ত্রী।
গত কয়েকদিন আগেই স্কুলের বর্তমান অবস্থা জানিয়ে মুখ্যমন্ত্রীকে স্মারক লিপি জমা দেয় আর্চ বিশপ। ভাঙচুরের পরে স্কুলের অবস্থা এতটা খারাপ যে, স্কুল খোলার সিদ্ধান্ত নেওয়া যাচ্ছে না বলেও মুখ্যমন্ত্রীকে জানানো হয়েছিল৷
গত কয়েকদিন আগেই স্কুলের বর্তমান অবস্থা জানিয়ে মুখ্যমন্ত্রীকে স্মারক লিপি জমা দেয় আর্চ বিশপ। ভাঙচুরের পরে স্কুলের অবস্থা এতটা খারাপ যে, স্কুল খোলার সিদ্ধান্ত নেওয়া যাচ্ছে না বলেও মুখ্যমন্ত্রীকে জানানো হয়েছিল৷
No comments:
Post a Comment